• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেয়েরা জিতেই চলছে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুলাই ২০১৮, ২৩:১৪

এখনও শুরু হয়নি ২০১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের মূল আসর। তার আগে চলছে গা গরমের ম্যাচ। বাংলাদেশ নারী দল আজ মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের বিপক্ষে।
কিন্তু গা গরমের ম্যাচে খেলতে নেমে যেন শরীরই ঠাণ্ডা হয়ে গেল। এত দ্রুত ম্যাচ শেষ হয়ে গেলে তো সেটাই হবার কথা।

আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডের হ্যাজেলার্গে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছিল স্কটল্যান্ড।
--------------------------------------------------------
আরও পড়ুন : গার্দিওলায় ভবিষ্যৎ দেখছে আর্জেন্টিনা!
--------------------------------------------------------

স্কটিশ নারীরা প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে। প্রথম চার ওভারে আসে মাত্র ১৪ রান। ৪.৩ ওভারের সময় স্কটিশ শিবিরে প্রথম আঘাত হানে পান্না ঘোষ। ক্যাথরিন ব্রেসকে ৩ রানে ক্যাচ আউট করেন পান্না।

আরেক ওপেনার লরান জ্যাক করেন ২০ বলে ১১ রান। দুই নম্বরে ব্যাট করতে আসা রাচেল স্কুলসের ব্যাটে আসে সর্বোচ্চ ১৬ রান। এরপরের ব্যাটসম্যানদের রানের অংকগুলো নিশ্চিত কোন ফোন নম্বরের সাথে মিলে যাবে। স্কটিশ ব্যাটিং লাইন-আপে এতটাই দৈন্যদশা যে পাঁচ রানের কোঠাও পার করতে পারেনি কেউ।