• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দুই টেস্টের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৮, ০৮:৪৭

ক্যারিবীয়রা গত মাসেই লঙ্কানদের বিপক্ষে খেলেছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এক ম্যাচ ড্র হলেও ১-১ এ সিরিজ ড্র করেছে দুই দল।

বলা যায় ওয়েস্ট ইন্ডিজ দল আপাতত টেস্ট মেজাজ নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে।

আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত আটটায় অ্যান্টিগায় শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

তার আগে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছে শিমরন হেটমেয়ার। বাঁহাতি এই ব্যাটসম্যান লঙ্কানদের বিপক্ষে খেলতে পারেননি অসুস্থতার কারণে।

ওয়েস্ট ইন্ডিজ দল

ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের দলে আছেন জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রেথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, কিমো পল, কিরেন পাওয়েল, কেমার রোচ, ডেভন স্মিথ।

--------------------------------------------------
আরও পড়ুন : ‘এ’ দলে বিজয়-এবাদত
---------------------------------------------------

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।

স্ট্যান্ড বাই: ইয়াসিন আরাফাত মিশু, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ম্যাচ ছাড়াও রয়েছে তিনটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

আরও পড়ুন :

নেইল ম্যাকেঞ্জি হচ্ছেন ব্যাটিং পরামর্শক?

আইসিসি হল অব ফেমে দ্রাবিড়-পন্টিং

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী
এফডিসিতে শাবনূর, ভোট চাইতে হুমড়ি খেয়ে পড়লেন প্রার্থীরা
ভোট দিয়ে যা বললেন অনন্ত জলিল
টাকা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডিপজল
X
Fresh