• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সাহায্য করতে পারছি বলে গর্বিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০১৮, ২১:৫৪

আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের লর্ডসে নামছে বিশ্ব একাদশ আর ওয়েস্ট ইন্ডিজ। দুদলেরই উদ্দেশ্য ক্যারিবীয় দ্বীপে ভেঙে পড়া ক্রিকেট কাঠামোর সংস্কারে তহবিল সংগ্রহ করা।

এ নিয়ে কিছুক্ষণ আগে তামিম ইকবালের একটি ভিডিও পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।

বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল সাকিব আল হাসান আর তামিম ইকবালের। সাকিব ব্যক্তিগত কারণে না খেললেও তামিম খেলতে গেছেন বিশ্ব একাদশের হয়ে।

তামিম বলেন, সব ক্রিকেট খেলুড়ে দেশই একটা পরিবার। এখানে একে অপরের বিপদে এগিয়ে আসটা সবার উচিত। ওয়েস্ট ইন্ডিজের ভেঙেপড়া মাঠের সংস্কারের তহবিল সংগ্রহের জন্য খেলতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
বিশ্ব একাদশের হয়ে অনেক তারকা ক্রিকেটারই অংশ নিয়েছেন এই দলে। এতে অধিনায়কত্বের দায়িত্বে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
আফ্রিদিকে নিয়ে তামিম বলেন, আফ্রিদির খেলা আমি সবসময়ই উপভোগ করি। তার অধিনায়কত্বও অসাধারণ। আশা করি ভালো একটা ম্যাচ হবে।
--------------------------------------------------------
আরও পড়ুন : চ্যাম্পিয়নস লিগের শিরোপা দিয়েই পদত্যাগ করলেন জিদান
--------------------------------------------------------
এই ম্যাচে বিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন ক্রিস গেইলের মতো তারকারা। তামিম ভুলে যাননি গেইলকে মনে করিয়ে দিতে, গেইল এক কথায় অসাধারণ। টি-টোয়েন্টির জন্য তিনি সেরা। শুধু টি-টোয়েন্টিতেই নয় সব ফরম্যাটেই তিনি অসাধারণ খেলেন।
বাংলাদেশ সময় আজ রাত ১১টায় লর্ডসে মুখোমুখি হবে দু’দল।
বিশ্ব একাদশের দলে আছেন:
শহীদ আফ্রিদি (অধিনায়ক), তামিম ইকবাল, শোয়েব মালিক, মোহাম্মদ শামি, লূক রঙ্কি, স্যাম বিলিংস, দিনেশ কার্তিক, থিসারা পেরেরা, রশিদ খান, মিচেল ম্যাকক্লেনাঘান, সন্দীপ ল্যামচাঁন, আদিল রশিদ, তায়মাল মিলস ও স্যাম করন।
ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন:
স্যামুয়েল বদ্রি, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রায়াদ এম্রিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, ইভিন লুইস, অ্যাশলি নার্স, কেমো পল, রভম্যান পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, মার্লন স্যামুয়েলস ও ক্যাস্রিক উইলিয়ামস।

আরও পড়ুন :

এমআর/স

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
এবার তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট
সাকিবের অকুণ্ঠ প্রশংসা করলেন তামিম
X
Fresh