• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারত-শ্রীলঙ্কার ফাইনাল!

স্পোর্টস ডেস্ক

  ১৭ মার্চ ২০১৮, ১২:৩০

হঠাৎ এমন শিরোনাম দেখে আতঙ্কিত হবার কিছু নেই। ভারত-শ্রীলঙ্কা ফাইনাল খেলবে এটাইতো স্বাভাবিক ছিল লঙ্কান সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্তদের মনেও।

চলতি বছরের শুরুতে তারা বাংলাদেশকে ওয়ানডে, টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে যেভাবে নিজেদের সাহস ফিরে পেয়েছিল তাতে এক প্রকার নিশ্চিত হওয়াই যায় এই সিরিজে ফাইনালের ফেভারিট শ্রীলঙ্কা।

সিরিজের অন্যদল ভারত গত মঙ্গলবার রাতেই নিশ্চিত করেছে ফাইনাল। লঙ্কান ক্রিকেট বোর্ড হয়তো চিন্তাও করেনি টানা দুই ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হবে তাদের।

--------------------------------------------------------
আরও পড়ুন: টাইগারদের প্রতি অমিতাভের সম্মান
--------------------------------------------------------

সেই চিন্তা থেকেই আগেভাগে ফাইনাল ম্যাচের টিকেট ছাপিয়ে রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইনাল ম্যাচের টিকেট ভেসে বেড়াচ্ছে গতকাল শুক্রবার রাত থেকে। যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে, নিদাহাস ট্রফি ২০১৮ ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ফাইনাল ১৮ মার্চ ২০১৮।

এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রলের শিকার হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এমন ঘটনায় যদিও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এখনো কোন কিছু বলেনি।

আগামীকাল ১৮ মার্চ রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির দুই অতিথি দল বাংলাদেশ এবং ভারত ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
X
Fresh