• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ছোট ফরম্যাটে যেকোনো দলের কাপ নেয়ার সুযোগ থাকে: সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০
ছোট ফরম্যাটে যেকোনও দলের কাপ নেয়ার সুযোগ থাকে: সাকিব
ফাইল ছবি

নিউজিল্যান্ড সিরিজ শেষ হতেই সাকিবের ব্যস্ততা বেড়েছে। কয়েকদিনের মধ্যেই উড়ে যাবেন আরব আমিরাতে। লক্ষ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেয়া তারপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জানিয়ে দিলেন ছোট ফরম্যাটের বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব।

ঢাকায় ব্যস্ত সময় পার করছেন বিশ্বসেরা অলরাউন্ডার।পুঁজিবাজারে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন সাকিব। এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামের সভপতিত্বে এতে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

শনিবার (১১ সেপ্টম্বর) রাজধানীর একটি হোটেলে নতুন দায়িত্ব নেয়ার পর কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

‘আমরা শেষ পর্যন্ত থাকতে চাই। তবে তার আগে ধাপে ধাপে এগুতে হবে। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবো। যদি বাছাই পর্বে ভালো করতে পারি তাহলে মূলপর্বে ভালো করার চেষ্টা করব।’

বিশ্ব আসরের আগে আমিরাতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে দেখা যাবে সাকিব ও মোস্তাফিজকে। তাদের অভিজ্ঞতা কি দলের জন্য বাড়তি পাওয়া?

‘আশাকরি সাহায্য করবে। আমাদের ওই কন্ডিশনও দেখা হবে। আমরা ওই অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো। আটটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে দুইটায় আমি ও মোস্তাফিজ অংশ নিচ্ছি। বিশ্বকাপ নিয়ে অন্য দেশের খেলোয়াড়দের ভাবনা গুলো দলের অন্যদের জানাতে পারব। যেটা আমাদের ভালো করতে সাহায্য করবে।’

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্যাট-বলে দুর্দান্ত সাকিবকে দেখা গেছে। এবারও তার প্রতি থাকবে বিশেষ নজর।

‘আসলে গত আইপিএল শেষ হওয়ার পর বিশ্বকাপে গিয়েছিলাম। এবারও সুযোগ থাকছে। চেষ্টা করবো নিজের সেরা দিয়ে প্রস্তুতি নিতে। দেশের হয়ে আমার পক্ষে যতটুকু সম্ভব দেয়ার চেষ্টা করবো। সব সময় একরকম পারফর্ম হবে সেটা ঠিক না। তবে চেষ্টা করবো।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
মিরপুরে সাকিবের অন্যরকম বিকেল
X
Fresh