• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ইতিহাস গড়েও অতৃপ্ত টাইগার অধিনায়ক

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ২৩:২৩
ইতিহাস গড়েও অতৃপ্ত টাইগার অধিনায়ক

টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের হাত ধরে জয়ের ইতিহাস লিখলো বাংলাদেশ।

মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুরে আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ১৩২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে জয়লাভ করে স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ খুশি হলেও এখনই তৃপ্তির ঢেকুর তুলতে নারাজ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর মঞ্চে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘ছোট পুঁজি নিয়ে ডিফেন্ড করতে গেলে আপনাকে ঠিক এটাই করতে হবে এবং আক্রমণাত্মক মানসিকতা রাখতে হবে। তারা বেশ ভালো প্রতিপক্ষ এবং আগামী ম্যাচে আমাদের আজকের ভুলগুলো শুধরাতে হবে।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেটারদের বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচই জেতার তাড়না থাকতে হবে। আমরা এখনই সবকিছু শেষ করেছি এমন নয়, এটা মাত্র একটা ম্যাচ ছিল এবং আমরা জিতেছি আর এটা এখানেই শেষ, আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ এগিয়ে থাকা বাংলাদেশে ঐতিহাসিক জয়ের সঙ্গে তিনটি রেকর্ড গড়েছে। প্রথম, অজিদের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম টি-টোয়েন্টি জয়। দ্বিতীয়ত, বাংলাদেশ টি-টোয়েন্টি ইতিহাসে এতো কম রান পুঁজি করে কোনো দলের সঙ্গে জেতেনি। তবে দেড়শ রানের নিচে পুঁজি নিয়েই সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সারির দলগুলোর বিপক্ষে ছিলনা একটিও। সেই ‘প্রথম’জয়টাই এলো অস্ট্রেলিয়ার বিপক্ষে। তৃতীয়ত, টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম রান করে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সেই রেকর্ড ভেঙে দিয়ে এখন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

এমএন

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের ভাবনা থেকে বাদ পড়লেন যে দুই ওপেনার!
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
বিশ্বকাপের দেড় মাস আগে হতাশার গল্প শোনালেন শান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা জানালেন সুজন
X
Fresh