• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অস্ট্রেলিয়াকে হারিয়ে যে ৩টি ইতিহাস গড়লো বাংলাদেশ

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২১, ২২:৫৪
অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটে আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধীরগতিতে রান তুলতে থাকে। এতে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে টাইগাররা।

অপরদিকে অস্ট্রেলিয়া ১৩২ রানের টার্গেট ব্যাট করতে নেমে শূন্য রানেই এক উইকেট হারায়। ১১ রান সংগ্রহ করতেই ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় অস্ট্রেলিয়া। এরপর আর অজিদের ঘুরে দাঁড়াতে দেয়নি টাইগাররা। স্পিনের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, ইনিংস থেমে যায় মাত্র ১০৮ রানে। এতে ২৩ রানে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ের মধ্যদিয়ে নতুন এক ইতিহাস গড়ে তুলে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই প্রথম টাইগারদের টি-টোয়েন্টি জয়।

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচ সিরিজে প্রথম ম্যাচ এগিয়ে থাকা বাংলাদেশে ঐতিহাসিক জয়ের সঙ্গে তিনটি রেকর্ড গড়েছে। প্রথম, অজিদের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম টি-টোয়েন্টি জয়। দ্বিতীয়ত, বাংলাদেশ টি-টোয়েন্টি ইতিহাসে এতো কম রান পুঁজি করে কোনো দলের সঙ্গে জেতেনি। তবে দেড়শ রানের নিচে পুঁজি নিয়েই সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। র্যা ঙ্কিংয়ের শীর্ষ সারির দলগুলোর বিপক্ষে ছিলনা একটিও। সেই ‘প্রথম’জয়টাই এলো অস্ট্রেলিয়ার বিপক্ষে। তৃতীয়ত, টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম রান করে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সেই রেকর্ড ভেঙে দিয়ে এখন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৩১/৭ (নাঈম ৩০, সৌম্য ২, সাকিব ৩৬, মাহমুদউল্লাহ ২০, সোহান ৩, আফিফ ২৩, শামীম ৪, মেহেদি ৭*; স্টার্ক ৪-০-৩৩-২, হেইজেলউড ৪-০-২৪-৩, জ্যাম্পা ৪-০-২৮-১, টাই ৪-০-২২-১, অ্যাগার ৪-০-২২-০)।

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১০৮ (কেয়ারি ০, ফিলিপি ৯, মার্শ ৪৫, হেনরিকেস ১, ওয়েড ১৩, অ্যাগার ৭, টার্নার ৮, স্টার্ক ১৪, টাই ০, জ্যাম্পা ০, হেইজেলউড ২*; মেহেদি ৪-০-২২-১, নাসুম ৪-০-১৯-৪, সাকিব ৪-০-২৪-১, মুস্তাফিজ ৪-০-১৬-২, শরিফুল ৩-০-১৯-২, মাহমুদউল্লাহ ১-০-৬-০)।

এফএ

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশে দর্শক মাতাতে আসছেন আতিফ আসলাম
X
Fresh