• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দাদিকে শেষ দেখা হলো না সাকিবের, দাফন সম্পন্ন

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২১, ১৯:০০
দাদি×সম্পন্ন×শহর×দাফন×বাংলাদেশ×
আরটিভি নিউজ

বাংলাদেশ তথা ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার (৯২) এর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার রাত ১০ টায় মাগুরা শহরের কেশব মোড়ের নিজ বাড়িতে তিনি মারা যান।

রেবেকা নাহার তিন ছেলে ও তিন কন্যার জননী ছিলেন। তার মধ্যে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল সর্বকনিষ্ঠ।

রেবেকা নাহার ১৯৬৩ সালে স্বামী খন্দকার মঈনউদ্দিনকে হারান। সে হিসাবে ৫৭ বছরের বৈধব্য জীবন ছিল তার।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় মরহুমার নামাজে জানাজা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে অংশ নেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ঢাকা মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্ল্যা ও মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে মাগুরা ভায়না পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। ঢাকায় বাংলাদেশ ক্রিকেট দল এবং ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলন চলায় সাকিব আল হাসান জানাজায় উপস্থিত হতে পারেননি বলে তার বাবা মাশরুর রেজা কুটিল জানান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
একাধিক পদে চা বোর্ডে নিয়োগ
মিশা-ডিপজলের কাছে কত ভোটে হারলেন কলি-নিপুণ
আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
X
Fresh