• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেসির আর্জেন্টিনাকে বধ করে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৯, ০৮:২২
ব্রাজিল-আর্জেন্টিনা
ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে জয় নিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছাল ব্রাজিল। বুধবার ভোরে ২-০ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। একটি করে গোল দিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস ও রর্বাতো ফিরমিনো।

বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণের চেষ্টা চালাতে থাকে আর্জেন্টাইনরা। যদিও ১৯ মিনিটের মাথায় ফিরমিনোর বাড়ানো বল থেকে দলকে এগিয়ে দেন ব্রাজিলের হয়ে খেলা ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জেসুস।

বিরতির পর আবারও ব্রাজিলের ওপর চড়াও হয় লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি। যদিও কোনওভাবেই সমতায় ফিরতে পারছিল না আলবিসেলেস্তেরা।

বার বার আক্রমণ চালিয়েও আশাহত হতে হয় লিওনেল স্কালোনির শিষ্যদের। উল্টো ম্যাচের ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সেলেসাওরা। এবার জেসুস নিজের গোলের প্রতিদান দিলেন। তার দেয়া পাস থেকে গোল তুলে নেন লিভারপুল স্ট্রাইকার ফিরমিনো।

শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ এই ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা। এতে একযুগ পর দক্ষিণ আমেরিকার মহাদেশীয় লড়াইয়ের ফাইনালে উঠল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • কোপা আমেরিকা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেইমারের কোপা আমেরিকায় খেলা নিয়ে যা জানালেন কোচ দরিভাল
X
Fresh