• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কোপা আমেরিকা

ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার প্রতিপক্ষ?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জুন ২০১৯, ১১:৫৬
কোপা আমেরিকা- ২০১৯
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলের অধিনায়ক দানি আলভেস || ফাইল ছবি

কোপা আমেরিকার ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে মুখোমুখি হয়েছিল পেরুর বিপক্ষে। নির্ধারিত সময় পর্যন্ত কোনও পক্ষই গোল তুলতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলটি জয় তুলে নিয়েছে উরুগুয়ের বিপক্ষে। শনিবার বাংলাদেশ সময় ভোরে লুইস সুয়ারেজের ভুল শটে ৫-৪ এ ম্যাচটি জিতে নিয়েছে পেরু।

অন্যদিকে আর্জেন্টিনাকে ২-০ তে হারিয়ে কোপা আমেরিকায় দাপুটে যাত্রা শুরু করেছিল কলম্বিয়া। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও থামতে হয়েছে চিলির কাছে। টাইব্রেকারে ম্যাচটি নিজেদের করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন চিলি। আগামী ৪ জুলাই বৃহস্পতিবার কোপার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে চিলি ও পেরু।

অন্যদিকে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের সঙ্গে ০-০ গোলে ড্র করেছিল। ম্যাচটি টাইব্রেকার পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় পায় স্বাগতিক ব্রাজিল।

দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ আসরের সেমি-ফাইনালে একটি দলই উঠেছে টাইব্রেকার ছাড়া। লিওনেল মেসির আর্জেন্টিনা ২-০ গোলে হারায় ভেনেজুয়েলাকে। ৩ জুলাই বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইনরা।

এক নজরে কোপা আমেরিকা সেমি-ফাইনালের সূচি দেখে নিন

ম্যাচ

দিন

সময়

প্রতিপক্ষ

ভেন্যু

প্রথম সেমি

৩ জুলাই বুধবার

ভোর সাড়ে ছয়টা

আর্জেন্টিনা-ব্রাজিল

বেলো হরিজন্তে

দ্বিতীয় সেমি

৪ জুলাই বৃহস্পতিবার

ভোর সাড়ে ছয়টা

চিলি- পেরু

পর্তো আলেগ্রি

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • কোপা আমেরিকা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেইমারের কোপা আমেরিকায় খেলা নিয়ে যা জানালেন কোচ দরিভাল
X
Fresh