• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলের ‘বিপজ্জনক’ খেলোয়াড়কে নিয়ে ছক আঁকছেন আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুন ২০১৯, ১৭:২৭
কোপা আমেরিকা- ২০১৯
অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে হার, দ্বিতীয়টিতে ড্র ও তৃতীয় ম্যাচে জয়। এই ছিল কোপা আমেরিকায় আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল যাত্রা। শেষ আটে নেমে ভেনিজুয়েলার বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। সেমি-ফাইনালে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটির প্রতিপক্ষ ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে আগে সেলেসাওদের সবচেয়ে ‘বিপজ্জনক’ খেলোয়াড় চিহ্নিত করে ফেলেছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

ভেনিজুয়েলার বিপক্ষে জয় তুলে নেয়ার পর ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ নিয়ে আলবিসেলেস্তে কোচ কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

স্কালোনি বলেন, আমরা কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি। যদিও আমরা ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাসী। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী আগে বাড়ছি। এটিই তাদের ( ব্রাজিল) জন্য পথটা কঠিন করে দেবে। এটা একটা চমৎকার ম্যাচ হবে। অবশ্যই ম্যাচটি জয়ের জন্যই মাঠে নামব আমরা।

দলটির সবচেয়ে বড় তারকা নেইমার ইনজুরির কারণে রয়েছেন মাঠের বাইরে। তার অনুপস্থিতিতে দলের হাল ধরেছেন এভারটন সোয়ারেস। ব্রাজিলিয়ান লিগের ক্লাব গ্রিমিওর হয়ে খেলা এই তরুণ স্ট্রাইকার চার ম্যাচে দুই গোল করেছেন। ২৩ বছর বয়সী এই এভারটন গোল করিয়েছেন একটি। আর তার দিকেই বাড়তি নজর রয়েছে আর্জেন্টাইনদের।

এভারটন সোয়ারেস

এভারটনকে নিয়ে স্কালোনি বলেন, এখন ব্রাজিল দলে এভারটন রয়েছেন। অভিষেকের পর থেকেই নিজের সেরাটা উপহার দিচ্ছেন তিনি। এভারটনকে নিয়েই বাড়তি পরিকল্পনা করে এগুচ্ছি আমরা।

আগামী ৩ জুলাই বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচের বিজয়ীরাই পৌঁছে যাবে ৭ জুলাই হতে চলা ফাইনালে।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • কোপা আমেরিকা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেইমারের কোপা আমেরিকায় খেলা নিয়ে যা জানালেন কোচ দরিভাল
X
Fresh