• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জুন ২০১৯, ১৬:১৯
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি
ফিলিপে কুতিনহো (ব্রাজিল), লিওনেল মেসি (আর্জেন্টিনা) ও হামেশ রদ্রিগেজ (কলম্বিয়া)

দক্ষিণ আমেরিকার ১০টি ও এশিয়ার দুই দল নিয়ে বসেছে কোপা আমেরিকা। ‘এ’ গ্রুপে স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ ছিল বলিভিয়া, ভেনেজুয়েলা এবং পেরু। কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কাতারকে নিয়ে ‘বি’ গ্রুপে অংশ নিয়েছিল আর্জেন্টিনা। চিলি, ইকুয়েডর, জাপান এবং উরুগুয়েকে নিয়ে গঠন করা হয় গ্রুপ ‘সি’। কোপার এবারের আসরে নিয়ম ছিল তিন গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স-আপ আর বাকি সব গ্রুপ মিলিয়ে তুলনামূলক এগিয়ে থাকা (পয়েন্ট ও গোল বিবেচনায়) দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে।

৩ ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। কোয়ার্টারে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘বি’ গ্রুপের তৃতীয় হওয়া প্যারাগুয়েকে। ২৮ জুন শুক্রবার ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।

একই গ্রুপের রানার্স-আপ ভেনুজুয়েলা শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর্জেন্টিনাকে। গ্রুপ ‘বি’ থেকে রানার্স-আপ হওয়া লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি মাঠে নামবে ২৮ জুন শুক্রবার দিবাগত রাত ১টায়।

এদিকে ‘বি’ গ্রুপের সেরা দল কলম্বিয়ার প্রতিপক্ষ হিসেবে রয়েছে চিলি। হামেশ রদ্রিগেজদের বিপক্ষে আলেক্সিস সানচেজরা মাঠের লড়াইয়ে নামবে ২৯ জুন শনিবার ভোর পাঁচটায়।

একই দিন রাত একটায় ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে নামবে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে থাকা পেরুর বিপক্ষে।

এক নজরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি

তারিখ ভেন্যু দল সময়

২৮ জুন শুক্রবার – পোর্তো অ্যালেগ্রি ব্রাজিল বনাম প্যারাগুয়ে (ভোর সাড়ে ছয়টা)

২৮ জুন শুক্রবার – সালভাদোর –আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা (রাত ১টা)

২৯ জুন শনিবার – সাও পাওলো – কলম্বিয়া বনাম চিলি (ভোর ৫টা)

২৯ জুন শনিবার – সাও লওরেন্সো মাতা – উরুগুয়ে বনাম পেরু (রাত ১টা)

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • কোপা আমেরিকা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেইমারের কোপা আমেরিকায় খেলা নিয়ে যা জানালেন কোচ দরিভাল
X
Fresh