• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিল-আর্জেন্টিনার আগে চিলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুন ২০১৯, ১৩:০১
চিলি জাতীয় দলের তারকা অ্যালেক্সিস সানচেজ ও আতুরো ভিদাল || ছবি- সংগৃহীত

অ্যালেক্সিস সানচেজের গোলে সবার আগে কোপা আমেরিকার শেষ আটে উঠলো চিলি।শনিবার বাংলাদেশ সময় ভোরে বর্তমান চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে ইকুয়েডোরকে।

ম্যাচের ৮ মিনিটের মাথায় পেনাল্টি এরিয়ায় বল পেয়ে জোরালো শটে গোল করে চিলিকে লিড এনে দেন মিডফিল্ডার ফুয়েনজালিডা।

যদিও গোল শোধ দিতে বেশি সময় নেয়নি ইকুয়েডোর। ২৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান এনার ভ্যালেন্সিয়া।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে আক্রমণের ধার বাড়ায় উভয় দল। ৫১ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা সানচেজের গোলে সমতা ভেঙে এগিয়ে যায় চিলি।

বাকি সময় আর গোল না হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই ‘সি’গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে মাতে প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়নরা।

শনিবার রাত ১টায় পেরুর বিপক্ষে ‘এ’গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে নামবে স্বাগতিক ব্রাজিল।

মন্তব্য করুন

daraz
  • কোপা আমেরিকা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহজেই বানিয়ে নিন চিকেন-৬৫
নেইমারের কোপা আমেরিকায় খেলা নিয়ে যা জানালেন কোচ দরিভাল
হেলিকপ্টার বিধ্বস্তে চিলির সাবেক প্রেসিডেন্ট নিহত
চিলিতে দাবানলে নিহত বেড়ে ৯৯, জরুরি অবস্থা জারি
X
Fresh