• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোপা আমেরিকা

জাপানকে হারিয়ে উড়ন্ত সূচনা চিলির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০১৯, ১১:২৬
ছবি- সংগৃহীত

জাপানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোপা আমেরিকা মিশন শুরু করেছে দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলি। দলের পক্ষে জোড়া লক্ষ্যভেদ করেছেন এদুয়ার্দো ভারগাস।

মঙ্গলবার ভোরে সাও পাওলোর এস্তাদিও দো মোরুম্বিতে লাতিন ছন্দের সঙ্গে কুলিয়ে ওঠেনি এশিয়ান পরাশক্তি। তবে বলের দখল বা আক্রমণে খুব একটা পিছিয়ে ছিল না জাপান। কিন্তু গোল না পাওয়ায় ব্যবধানটা বেশ বড় দেখাচ্ছে।

তাকেফুসা কুবোকে কেন্দ্র করে শুরুটা তুলনামূলক ভাল করে জাপান। ৭ মিনিটে কুবোর ফ্রি-কিক চিলির গোলরক্ষক গ্যাব্রিয়েল অ্যারিয়াসের হাতে তুলে দেন নাওমিচি উয়েদা। প্রতিআক্রমণে খেলার আধাঘণ্টার মধ্যে দুটি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেননি আলেক্সিস সানচেজ।

চিলির অপেক্ষার প্রথম শেষ হয় ৪১ মিনিটে। চার্লস আরাগুইজের কর্নার থেকে হেডে গোল করে লা রোজাদের লিড দেন এরিক পুলগার। জাপান পরের মিনিটেই সমতায় ফিরতে পারতো। কিন্তু কোনাকুনি নেয়া শটটি লক্ষ্যে রাখতে পারেনি আয়াসে উয়েদা।