• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কোপা আমেরিকায় ব্রাজিলের সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০১৯, ১১:২৭
ছবি- সংগৃহীত

কোপা আমেরিকার শুরুর আগে বড় ধরনের ধাক্কা খেতে হয়েছে ব্রাজিলকে। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে দলটির সবচেয়ে বড় তারকা নেইমারকে পাওয়া যাচ্ছে না। ইনজুরির কারণে ছিটকে পড়েছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। কোপার এবারের আসরের স্বাগতিক ব্রাজিল। ১৫ জুন শনিবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা মিশন শুরু করতে যাচ্ছে তিতের শিষ্যরা।

আগেই নেইমারকে বাদ দিয়ে দলের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় দানি আলভেসের কাছে। নতুন অধিনায়কের অধীনে কাতারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটি ২-০তে জিতে নিলেও পায়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ফরোয়ার্ডকে শেষ পর্যন্ত চার সপ্তাহ মাঠের বাইরে থাকার পরামর্শ দেয় চিকিৎসকরা।

কোপা আমেরিকার মূল পর্বে নামার আগে হন্ডুরাসের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেয় সেলেসাওরা। অপেক্ষাকৃত দুর্বল এই দলের বিপক্ষকে ৭-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

স্কোয়াডে নেইমারের বদলে চেলসি তারকা উইলিয়ানকে ভেড়ানো হয়েছে এরই মধ্যেই। রয়েছে ফিলিপে কুতিনহো, কাসেমিরো, অ্যালিসনদের মতো বড় বড় নাম।

জুনের ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত ব্রাজিলের ছয়টি ভেন্যুতে চলবে কোপা আমেরিকার ৪৬তম আসর। এবারের আসরে গ্রুপ ‘এ’তে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বলিভিয়া, ভেনেজুয়েলা এবং পেরু।

কোপা আমেরিকায় ব্রাজিলের স্কোয়াড

গোলরক্ষক

অ্যালিসন, ক্যাসিও ও এডারসন।

রক্ষণভাগ

মার্কুইনহোস, ফিলিপ লুইজ, অ্যালেক্স সান্দ্রো, থিয়াগো সিলভা, এডার মিলিতো, মিরান্ডা, ফাগনার ও দানি আলভেস।

মধ্যভাগ

অ্যালান, কাসেমিরো, ফার্নান্দিনহো, আর্থার ও লুকাস পাকুয়েতা।

আক্রমণভাগ

গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, রবার্তো ফিরমিনো, ডেভিড নেরেস, এভারটন, উইলিয়ান ও ফিলিপে কুতিনহো।

কোপা আমেরিকায় ব্রাজিলের খেলার সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

১৫ জুন শনিবার (ভোর সাড়ে ছয়টা) – ব্রাজিল-বলিভিয়া- ভেন্যু সাও পাওলো

২০ জুন বৃহস্পতিবার (ভোর সাড়ে ছয়টা) - ব্রাজিল-ভেনিজুয়েলা – ভেন্যু সালভাদোর

২২ জুন রোববার (রাত ১টা) - পেরু-ব্রাজিল - ভেন্যু সাও পাওলো

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • কোপা আমেরিকা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh