• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪২

রেকর্ড ও সাকিব একে অপরের পরিপূরক। মঞ্চটি যদি বিপিএলের হয় তবে সেখানে সাকিবের নামের পাশে রেকর্ড থাকবে না তা হয় না। ষষ্ঠ আসরে ফাইনালে তার দল ঢাকা ডায়নামাইটস হারলেও নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙেছেন।

এবারের আসরে প্রথম দিকে কিছুটা খোলসের ভেতরে ছিলেন তিনি। সেই খোলস থেকে বের হতে খুব একটা সময় নেননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। পুরো আসরে ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়ে নিজের পুরনো রেকর্ড নিজেই ভাঙলেন সাকিব। চলতি আসরে সবচেয়ে বেশি উইকেটতো পেয়েছেনই সঙ্গে গড়েছেন বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

এর আগে ২০১৭ সালে ২২ উইকেট নিয়েছিলেন বাম-হাতি এই অর্থোডক্স। ২২ উইকেট আছে কেভিন কুপারেরও। ২০১৪-১৫ আসরে বরিশাল বুলসের হয়ে এই উইকেট শিকার করেন কুপার।

এবারে পুরো আসর জুড়েই ছিল দেশীয় বোলারদের জয়জয়কার। সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বোলারের সবাই টাইগার বোলার। সাকিবের পরেই রয়েছেন তাসকিন আহমেদ। সিলেট সিক্সার্সের হয়ে ১২ ম্যাচ খেলে ২২ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ২২ উইকেট নিয়েছেন রুবেল হোসেনও।

সমান উইকেট পেয়ে তৃতীয়স্থানে অবস্থান করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রংপুর রাইডার্সের অধিনায়ক ২২ উইকেট নিতে খেলেছেন ১৪ ম্যাচ। তালিকার শেষ নামটি মোহাম্মদ সাইফুদ্দিনের। ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ এই সদস্য।

এস/ডি

মন্তব্য করুন

daraz
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh