• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সাকিবময় টুর্নামেন্ট ফাইনাল সেরা তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দুই আসরেরই হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। পরের তিন আসরেও যে খুব একটা খারাপ খেলেছেন তা না। তবে মেলেনি সিরিজ সেরার খেতাব। ষষ্ঠ আসরে নিজের সিংহাসন পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান। তৃতীয়বারের মতো বিপিএল সেরা খেলোয়াড় হয়েছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। ব্যাট হাতে ৩০১ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৩ উইকেট যা কিনা যেকোনো আসরের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার।

সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুললেও শিরোপা ঘরে তোলা হয়নি ঢাকা ডায়নামাইটসের এই অধিনায়কের। ফাইনালে কুমিল্লার ভিক্টোরিয়ানসের কাছে ১৭ রানে হেরে চতুর্থ শিরোপার স্বপ্নের বিচ্যুতি ঘটে ঢাকার।

তবে নিজের প্রথম ফাইনাল খেলেই দলকে ট্রফি এনে দিয়েছেন তামিম ইকবাল। গেল ৫ আসরে ফাইনালের মুখ দেখা হয়নি তামিমের। তাই অধির আগ্রহে ছিলেন এই মহরণের সাক্ষী হতে। শুধু সাক্ষীই থাকলেন না, নায়ক হয়েই কুমিল্লাকে দ্বিতীয় ট্রফি এনে দিয়েছেন দেশসেরা এই ওপেনার। মিলেছে ফাইনালের ম্যাচ সেরার পুরষ্কার।

শুক্রবারের এই ম্যাচে ১০টি চার ও ১১টি ছয়ের সৌজন্যে ৬১ বলে ১৪১ রানের অতিমানবীয় ইনিংসটি খেলেন তামিম। দলও ঢাকাকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা ঘরে তোলে।

এস/ডি

মন্তব্য করুন

daraz
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh