• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফাইনালের মহারণে টস জিতে বোলিংয়ে ঢাকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৩

একবার ফাইনাল খেলে একবারেই চ্যাম্পিয়নের মুকুট মাথায় উঠেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ২০১৫ বিপিএলে বাজিমাত করেছিল ভিক্টোরিয়ানসরা।

২০১৯ সালে এসে দ্বিতীয়বারের মতো শিরোপার দ্বারপ্রান্তে দলটি। অন্যদিকে ঢাকা শিরোপার স্বাদ পেয়েছে তিনবার। মাশরাফির নেতৃত্বে ঢাকা গ্ল্যাডিয়েটস দুইবার আর সাকিব আল হাসানের নেতৃত্বে একবার শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস। ২০১৭ সালে ডায়নামাইটসরা ফাইনালে উঠলেও রংপুর রাইডার্সের কাছে হেরে যায়।

বছর ঘুরে আবারও বিপিএলের ফাইনালে উঠেছে ঢাকা ডায়নামাইটস। এবারের দুই ফাইনালিস্ট ঢাকা ডায়নামাইটস আর কুমিল্লা ভিক্টোরিয়ানস। আজ ফাইনালের এই মহারণে কার ঘরে যাবে শিরোপা? ঢাকার চতুর্থ নাকি কুমিল্লার দ্বিতীয়!

মিরপুরের শের ই বাংলায় উত্তাপ ছড়ানোর ম্যাচে টস জিতে অবশ্য আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ডায়নামাইটসরা। রবিন রাউন্ড লিগে ঢাকা-কুমিল্লার দুইবারের মুখোমুখিতে দুইবারই জয় পেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। লিগ পর্বে সমান ১২ ম্যাচ খেলে ৮ ম্যাচে জয় পেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস।

অন্যদিকে ৬ ম্যাচ জিতে সেরা চার নিশ্চিত করে ঢাকা ডায়নামাইটস।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

ইমরুল কায়েস (অধিনায়ক), এভিন লুইস, এনামুল হক, শামসুর রহমান, তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফুদ্দিন, মাহেদি হাসান, সঞ্জিত সাহা, ওয়াহাব রিয়াজ।

ঢাকা ডায়নামাইটস

সুনীল নারিন, উপুল থারাঙ্গা, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক।

এমআর/এস

মন্তব্য করুন

daraz
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh