• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রংপুরের ব্যাটিং ব্যর্থতায় সহজ লক্ষ্য ঢাকার সামনে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১১

ক্রিস গেইলের ঘুম আর ভাঙল না। আজও হতাশ করেছেন রংপুর রাইডার্সকে। ১৩ বলে ১৫ রানের রানের ইনিংস, দুই ছয়ের ঝলক দেখিয়ে রুবেল হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে।

আরেক ওপেনার নাদিফ চৌধুরী খেলেছেন গেইলের মতো। বিপিএলে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমে শুভাগত হোমের ওভারে ছয় হাঁকালেন টানা তিনটি! ১২ বলে ২৭ করে তারও বিদায়।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকাই অধিনায়ক।

ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রুবেল-কাজী অনিকদের বলে।

দুই নম্বরে ব্যাট করতে এসে মোহাম্মদ মিঠুন করেন দলীয় ৩৮ রান। রাবি বোপারা একপ্রান্ত আগলে রেখে রান তুলেছেন ধীর গতিতে। বেনি হাওয়েল, মাশরাফি মুর্তজা, নাহিদুল, ফরহাদ রেজারা ব্যর্থ হয়েছেন ১০ রানের কোটা পার করতেও!
বোপারার ৪৯ রানে ভর করে শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৪২ রান পর্যন্ত তুলতে পারে গতবারের চ্যাম্পিয়নরা।

ঢাকার হয়ে ৪ উইকেট নেন রুবেল। ২টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, কাজী অনিক ও ১টি করে উইকেট নেন শুভাগত হোম আর সাকিব আল হাসান।

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh