• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

দুই পরিবর্তন নিয়ে ঢাকার বিপক্ষে ব্যাট করছে রংপুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১২

এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে বিদায় করে ঢাকা ডায়নামাইটস বাঁচিয়ে রেখেছে ফাইনালে খেলার স্বপ্ন। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিকটোরিয়ানসের বিপক্ষে হারতে হয়েছে রংপুর রাইডার্সকে। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর মুখোমুখি হয়েছে ঢাকার।

বুধবার সন্ধ্যায় অঘোষিত সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

রাউন্ড রবিন লিগ পর্বে দুইবারের দেখায় একবার ঢাকা আরেকবার জয় পেয়েছিল রংপুর।

লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটানস ও চিটাগংয়ের বিপক্ষে জয় নিয়ে ছন্দে থাকা ঢাকা দল এদিন কোনো পরিবর্তন আনেনি।

অন্যদিকে কুমিল্লার বিপক্ষে হারের পর রংপুর দুই পরিবর্তন এনেছে দলে। মেহেদী মারুফ, সোহাগ গাজীর বদলে নাদিফ চৌধুরী ও নাজমুল ইসলাম অপুকে দলে নিয়েছে রাইডার্সরা।

ঢাকা ডায়নামাইটস

সুনীল নারিন, উপল থারাঙ্গা, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক।

রংপুর রাইডার্স

ক্রিস গেইল, নাদিফ চৌধুরী, মোহাম্মদ মিথুন, রবি বোপারা, রিলে রুশো, বেনি হাওয়েল, নাহিদুল ইসলাম, মাশারফি বিন মুর্তজা (অধিনায়ক), শফিউল ইসলাম, ফরহাদ রেজা ও নাজমুল ইসলাম অপু।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh