• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দারুণ জয়ে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৬

প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, সোজা কথায় ফাইনালে যাওয়ার সহজ পথ। এই ম্যাচে যে দল জিতবে তারাই সবার আগে চলে যাবে ফাইনালে। যে দল হারবে তারা আগামী ৬ ফেব্রুয়ারি মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে জয় পাওয়া ঢাকা ডায়নামাইটসের।

এমন সমীকরণে সন্ধ্যায় টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

গেইলের ঘুম ভাঙতে শুরু করেছে। গত ম্যাচে ৩৫ রানে অপরাজিত থাকার পর আজ বড় রান না করতে পারলেও অর্ধশতকের কাছে গিয়েছেন ইউনিভার্স বস। লিগ পর্বে এবি ডি ভিলিয়ার্স আর অ্যালেক্স হেলস মিলে শেষ চারে পৌঁছে দিলেও গেইলের কোনও ভূমিকা ছিল না বললেই চলে।

এই দুইজন চলে গেছেন স্ব-দেশে। হেলস চোটে পড়ে আর এবি চুক্তি ছিল ছয় ম্যাচের জন্য। এবার তো সেই হাল ধরার পালা গেইলের। এবি আর হেলসের বদলে একাদশে জায়গা হয়েছিল বেনি হাওয়েল আর রাবি বোপারার।