• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকার সামনে চিটাগংয়ের স্বল্প পুঁজি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৯

ষষ্ঠ আসরের এলিমিনেটর ম্যাচ। যে দল জিতবে সেই দল টিকে থাকবে টুর্নামেন্টে। পৌঁছে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। টিকে থাকার এই লড়াইয়ে ঘরের মাঠে চিটাগং​ ভাইকিংসের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ডায়নামাইটস।

সোমবার মিরপুরে টস জেতার পর ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের তোপের মুখে পড়তে হয় চট্টগ্রামের দলটির।

শুরুতেই ৯ বলে ৮ রান করে ইয়াসির আলী ফিরে গেলেও আরেক ওপেনার ক্যামেরন ডেলপোর্ট ২৭ বলে ৩৬ রান করেন। ফাস্ট ডাউনে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম ১৯ বলে ২৪ রানের ইনিংস খেলে ফিরে যান।

৬ বলে ৮ রান করেন মুশফিকুর রহিম। ভাইকিংসদের অধিনায়ক ফিরে গেলে চাপে পড়তে হয় দলকে। ধাসুন শানাকা ১০ বলে ৭, রবি ফ্রাইলিংক চার বলে ১ ও হার্ডুস ভিলজয়েন ২ বলে ১ রান করেন।

তবে দলের হাল ধরেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩৫ বলে ৪০ রান করে রানআউট হতে হয় সৈকতকে। শেষ দিকে নাঈম হাসান ৭ বলে ৬ রান করলে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ক্রিজে ছিলেন ১ বলে ১ রান করা আবু জায়েদ রাহী।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে চিটাগং​ ভাইকিংস।

ঢাকা ডায়নামাইটসের হয়ে চারটি উইকেট তুলে নেন সুনীল নারিন। একটি করে উইকেট শিকার করেন রুবেল হোসেন ও কাজী অনিক।

ঢাকা ডায়নামাইটস

সুনিল নারাইন, উপল থারাঙ্গা, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক।

চিটাগং​ ভাইকিংস

মুশফিকুর রহিম (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, রবিউল হক, আবু জায়েদ, রবি ফ্রাইলিং, নাঈম হাসান, ধাসুন শানাকা, রবি ফ্রাইলিংক, হার্ডুস ভিলজয়েন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh