• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সেরা চারের লড়াই শুরু সোমবার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৬
ছবি: বিসিবি

দীর্ঘ ২১ দিনে রাউন্ড রবিন লিগের ৪২টি ম্যাচ শেষে নির্ধারণ হয়েছে শেষ চারের লড়াইয়ে খেলবে কারা। সাতটি দলের অংশগ্রহণে রাউন্ড লিগে প্রতিটি দল দুইবার করে মুখোমুখি হয়েছিল একে অপরের বিপক্ষে।

শেষ পর্যন্ত সাত দল থেকে শেষ চারে টিকে রইলো রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। বাদ পড়েছে রাজশাহী কিংস, সিলেট সিক্সার্স আর খুলনা টাইটানস।

শেষ চারের লড়াই শুরু হবে আগামীকাল সোমবার থেকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে বিপিএলেও খেলা হবে শেষ চারের খেলা। সে অনুযায়ী থাকছে এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ ও কোলাইফায়ার-২।

পয়েন্ট তালিকায় এক আর দুই নম্বরে থাকা দুই দল খেলবে কোয়ালিফায়ার-১ ম্যাচ। এই ম্যাচে যেদল জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। এক্ষেত্রে কাল সন্ধ্যায় দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।