• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অবশেষে প্লে-অফে ঢাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

অনেক দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে ঢাকাকে। টানা পাঁচ ম্যাচ হেরে যাওয়া এরপর আবার প্লে-অফ পর্বে উঠা নেহাত সহজ নয়। কিন্তু সহজকে কঠিন করেই শেষ দল হিসেবে প্লে-অফ পর্ব নিশ্চিত করল গতবারের রানার আপ হওয়া দলটি। পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকা ঢাকার অবস্থা এতটাই খারাপ হয় তাতে শেষ চারে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়।

গতকাল শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে মাত্র ১ রানে হেরে বড় বিপদে পড়ে সাকিবের ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসের তুলনায় রান রেটে এগিয়ে থেকে তালিকার পাঁচ নম্বরে ছিল দলটি। ঢাকা আজ খুলনার সঙ্গে হারলে প্লে-অফে খেলা হতো রাজশাহী কিংসের।

আজ শনিবার বাঁচা-মরার লড়াইয়ে টসে হেরে আগে বোলিং করে ঢাকা ডায়নামাইটস।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান আসে ডেভিড ওয়াইজের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাটে।

২০ ওভার শেষে সব মিলে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান সংগ্রহ করে টাইটানসরা।
ঢাকার হয়ে ২টি করে উইকেট নেন রুবেল হোসেন ও সাকিব আল হাসান। ১টি করে উইকেট নেন সুনীল নারিন আর কাজী অনিক।

জবাবে ব্যাট করতে নেমে ঢায়নামাইটসের দুই ওপেনার দলীয় ৪৩ রান পর্যন্ত অবিচ্ছেদ্য থাকেন।
প্রথমে নারিনকে ৩৫ রানে ফেরান মোহাম্মদ সাদ্দাম। এরপর সাকিবকে ১ রানে মাহমুদুল্লাহ আর মিজানুর রহমানকে শূন্য রানে ফেরান তাইজুল ইসলাম।

আরেক ওপেনার উপল থারাঙ্গা ৩০ বলে ৪২ রান করে আউট হন মাহমুদুল্লাহ'র বলে।
শেষদিকে কাজী নুরুল হাসান সোহানের ২৭ আর কাইরন পোলার্ডের ৯ রানে ভর করে ৫.১ ওভার হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ঢাকা ডায়নামাইটস।

এই জয়ে রাজশাহী কিংসকে টপকে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ হয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করল ঢাকা।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh