• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লাকে অল্প রানে বেঁধে দিলো ঢাকার বোলাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৯

প্লে-অফে খেলার জন্য জয়ের বিকল্প নেই ঢাকা ডায়নামাইটসের। এমন ম্যাচে আজ শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হয়েছে তিনবারের চ্যাম্পিয়ন দলটি। সেই লক্ষ্যে কুমিল্লাকে ১২৭ রানে বেঁধে দিয়ে প্রথম ইনিংসে ঢাকাকে সফলই বলা যাবে।

টস জিতে প্রথমে বোলিং নেয় ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক রূপ দিতে সময় লাগে ৫ ওভার। স্বদেশী এভিন লুইসকে বোল্ড করে প্রথম আঘাতটা আনেন সুনিল নারিন। ধ্বংসযজ্ঞের শুরু তখনই। এনামুল হক বিজয় ফেরেন কোন রান না করেই।

২০ বলে ৩৮ করা তামিম যখন ভরসা তখন তাকে ফেরান শুভাগত হোম। অধিনায়ক ইমরুল কায়েস করেন ৭ রান। প্রতিরোধ গড়তে পারেননি কোনও ভিক্টোরিয়ানস ব্যাটসম্যান।

শেষে ১৪ বলে ২০ ও ওয়াহাব রিয়াজ ১২ বলে ১৬ করলেও তা লড়াই করার মতো পুঁজি এনে দিতে পারেনি। নির্ধারিত ২০ ওভার শেষে কুমিল্লা সবকয়টি উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে।

ঢাকার হয়ে ৩০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন রুবেল হোসেন। দুটি করে উইকেট নেন সাকিব ও নারিন।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), শহীদ আফ্রিদি, আনামুল হক , থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফুদ্দিন, মোশাররফ হোসেন, শামসুর রহমান, মাহেদী হাসান, ওয়াহাব রিয়াজ, শহীদ আফ্রিদি, আনামুল হক।

ঢাকা ডাইনামাইটস

সুনিল নারাইন, উপুল থারাঙ্গা, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), মিজানুর রহমান, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, নুরুল হাসান , রুবেল হোসেন, শাহাদাত হোসেন।

এস /এসএস

মন্তব্য করুন

daraz
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh