• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকার সমান হবার লড়াইয়ে চিটাগং

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০১৯, ২০:১৬

পয়েন্ট তালিকায় চিটাগং ভাইকিংসের চেয়ে এগিয়ে ঢাকা ডায়নামাইটস। নামে উপর-নিচ হলেও দু’দলই জিতেছে সমানভাবে। ঢাকা ছয় ম্যাচের পাঁচটিতে আর চিটাগং জিতেছে পাঁচ ম্যাচের চারটিতে।

চিটাগংয়ের সামনে আজ ঢাকার সমান হবার সুযোগ। এই ম্যাচে জয় পেলে ঢাকার সমান পাঁচ জয় পাবে ভাইকিংসরা।

বিপিএলের ২৪তম ম্যাচে মিরপুর স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা।

ব্যাট করতে নেমে ঢাকার লম্বা ব্যাটিং লাইন আপ যেন মুখ থুবড়ে পড়েছে ভাইকিংসের বোলারদের সামনে।

ওপেনার রনি তালুকদার ফেরেন রানের খাতা খোলার আগে। আরেক ওপেনার সুনীল নারিন করেন ৯ বলে ১৮ রান। দলে নতুন যোগ দেয়া হিনো কুন করেন ২১ বলে ১৮ রান।

দলের বিপর্যয়ে অধিনায়ক সাকিব কিছুক্ষণ টিকে থাকলেও ব্যর্থ হন বড় রান করতে। ৩৪ বলে ৩৪ রানের মাথায় তাঁকে থামান ক্যামেরুন দেলপোর্ট।

দলের উইকেট কিপার ব্যাটসম্যান সোহান করেন ১৮ বলে পাঁচ চারে ২৭ রান। এরপর শেষদিকে শুভাগত হোমের ১৫ বলে ২৮ রানে ভর করে সম্মানজনক স্কোর দাঁড় করায় ডায়নামাইটসরা। ২০ ওভারে ৮ উইকেটে ঢাকা সংগ্রহ করে ১৩৯ রান।

চিটাগংয়ের হয়ে ৩ উইকেট নেন দেলপোর্ট। ২টি করে উইকেট নেন রবি ফ্রাইলিঙ্ক, আবু জায়েদ আর ১টি উইকেট নেন খালেদ আহমেদ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh