• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আর কখনও কি বিপিএল মাতাতে আসবেন ওয়ার্নার?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জানুয়ারি ২০১৯, ১৮:০৭

বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় নামগুলোর একটি ডেভিড ওয়ার্নার। দলকে জেতানোরে জন্য যেকোনো কিছুই করতে পারা ওয়ার্নার ক্যাপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে জড়িয়ে পড়েন বল টেম্পারিং কাণ্ডে। স্বীকার করেছিলেন, সেটিও দলওকে জেতানোর জন্য। যার কারণে সতীর্থ স্মিথসহ নিষিদ্ধ হোন এক বছরের জন্য।

নিষেধাজ্ঞায় পড়ে আন্তর্জাতিক ক্রিকেট আর দেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে না পারা এই দুই তারকা ক্রিকেটার ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ হয়ে প্রথমবারের মতো খেলতে আসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে দুই ম্যাচ খেলে চোটে পড়ায় বিদায় নিয়েছেন স্টিভ স্মিথ। সিলেট সিক্সার্সের হয়ে ডেভিড ওয়ার্নার খেলেছেন সাত ম্যাচ। দুইজনই ছিলেন নিজের দলের দলনেতা, আবার দুজনই দেশে ফিরেছেন একই কারণে।

গতকাল শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে চলতি আসরের শেষ ম্যাচ খেলে ফেলেন ওয়ার্নার।