• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সিলেট পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা দেখে নিন

আরটিভি অনলাইন রির্পোট

  ২০ জানুয়ারি ২০১৯, ১৫:০৩
ষষ্ঠ বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচে রংপুরের ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স ও সিলেটের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

নতুন বছরের শুরুতেই স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা যোগ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরকে ভিন্ন মাত্রা দেন। কুমিল্লার হয়ে প্রথম দুই ম্যাচ খেলে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ ফিরে যান। একই কারণে সিলেট সিক্সার্সের জার্সিতে টানা সাত ম্যাচ খেলে বাড়ি ফিরছেন অজিদের সাবেক সহ অধিনায়ক ওয়ার্নারও। ঢাকায় প্রথম পর্বের পর সিলেট মাতিয়েছে সাতটি ফ্রাঞ্চাইজি। রোববার বিরতির পর সোমবার থেকে ফের মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বিপিএল। ঢাকায় দেখতে পাওয়া যাবে এবি ডিভিলিয়ার্স, লাসিথ মালিঙ্গা, জেসন রয়দের ক্রিকেট জাদু। সঙ্গে ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, সুনীল নারিনরাতো আছেনই।

ঢাকার প্রথম পর্ব ও সিলেট পর্ব শেষ হবার পর বিপিএলের পয়েন্ট টেবিলে সবার উপরেই রয়েছে ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটি ছয় ম্যাচে পাঁচটি জয় পেয়েছে। রাজধানীর দলটির মোট পয়েন্ট ১০। নেট রানরেট ১.৯২৪ যা অন্যদের তুলনায় অনেক বেশি।

পাঁচ ম্যাচে চার জয়ে নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চিটাগং ভাইকিংস। মুশফিকুর রহিমের দলের সংগ্রহ ৮ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা কুমিল্লার পয়েন্টও ৮। যদিও চিটাগংয়ের তুলনায় এক ম্যাচ বেশি খেলেছে। ছয় ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে সাবেক চ্যাম্পিয়নরা।

সাত ম্যাচে তিন জয় আর চার পরাজয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রংপুর রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়নদের মোট পয়েন্ট ছয়।