• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

রংপুর দলে ভিলিয়ার্স, ওয়ার্নারের শেষ ম্যাচে ব্যাটিংয়ে সিলেট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জানুয়ারি ২০১৯, ১৩:১২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে টানা চতুর্থ ম্যাচ খেলতে নামছে ঘরের দল সিলেট সিক্সার্স। আজ শনিবার দিনের প্রথম ও আসরের ২১ তম ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

ঢাকায় প্রথম পর্বে তিন ম্যাচের একটিতে জিতেছিল ডেভিড ওয়ার্নারের দল সিক্সার্স। ঘরের মাঠে ফিরেও পরিবর্তন হয়নি ভাগ্য। এখানেও তিনটিতে জয় এসেছে এক ম্যাচে। সেই জয়টিও এসেছিল রংপুর রাইডার্সের বিপক্ষেই। এদিকে আজকের ম্যাচ খেলেই বিদায় নেবে দলপতি ওয়ার্নার। ব্যাক টু ব্যাক ফিফটি হাঁকিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই অস্ট্রেলীয় ক্রিকেটার।

এদিকে পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় নেই রংপুরও। ৬ ম্যাচ খেলে তাদেরও জয় পেয়েছে দুটিতে। শেষ হেরেছিল এই সিলেটের বিপক্ষেই। তাই আজ প্রতিশোধের ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে।

এদিকে টস জিতে বোলিং নিয়েছেন রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আজকের ম্যাচে খেলছেন দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।

সিলেট সিক্সার্স একাদশ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, জাকির আলী, আলোক কাপালি, মেহেদি হাসান রানা, তাসকিন আহমেদ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান ।

রংপুর রাইডার্স একাদশ

ক্রিস গেইল, রিলে রুশো, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স হেলস, ডি ভিলিয়ার্স, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম সোহাগ গাজী, ও শফিউল ইসলাম।

এস/এম

মন্তব্য করুন

daraz
  • বিপিএল ২০১৮-২০১৯ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh