• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৬ বছর পর বিপিএলে সাকিবের অর্ধশতক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জানুয়ারি ২০১৯, ০৯:২১

আইসিসি টি-টোয়ন্টিত র‌্যাংকিংয়ে সেরা অলরাউন্ডারের তালিকায় রয়েছেন দ্বিতীয়তে। ১ নম্বর পজিশনটা ধরে রেখেছিলেন বহুদিন। বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগ গুলোতেও তার চাহিদা আকাশচুম্বী।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অটোমেটিক চয়েজ হয়ে খেলছেন ২০১১ সাল থেকে। আইপিএল ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) খেলেছেন বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি হয়ে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ দুইবার হয়েছেন টুর্নামেন্ট সেরা। ব্যাটে বলে পারফর্ম করে ২০১২ সালে প্রথম আসরে খুলনার হয়ে ও ২০১৩ সালে ঢাকার হয়ে এই খেতাব জেতেন সাকিব আল হাসান। টেস্ট শতক, দ্বিশতক কিংবা ওয়ানডেতে শতক হাঁকিয়েও কখনও উদযাপনে বাড়াবাড়ি দেখা যায় না সাকিবের মাঝে।

সেই সাকিবই কিনা গতকাল শুক্রবার দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে লুটিতে পড়লেন মাটিতে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে সিজদা দেন ঢাকা ডায়নামাইটেসর অধিনায়ক। গ্রুপ পর্বের সাধারণ একটি ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে কেনও সাকিবের এই উদযাপন? দলও রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।