• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডানহাতি ওয়ার্নারকে মিস করবে বিপিএল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৯, ০৯:১৫

এলেন, দেখলেন, জয় করলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ডেভিড ওয়ার্নারের প্রথম আসরের অভিজ্ঞতাকে এভাবেই বিশেষায়িত করা যায়। বল বিকৃতির ঘটনায় জাতীয় দল থেকে এক বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন। চলতি বছরের মার্চেই শেষ হয়ে যাবে সেই নিষেধাজ্ঞা। জাতীয় দলে ফেরার আদর্শ প্রস্তুতি মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন বিপিএলকে।

ফ্রাঞ্চাইজি দল সিলেট সিক্সার্সও সেই সুযোগ লুফে নিয়ে দলে ভেড়ায় এই অস্ট্রেলীয়কে। দলের ভার তুলে দিয়ে অধিনায়কও নির্বাচিত করা হয় ওয়ার্নারকে। ৫ ম্যাচে দুই জয় পেয়েছে সিলেট। দুটি জয়েই অবদান রেখেছেন অর্ধশতক হাঁকিয়ে।

তবে জয় কিংবা পয়েন্ট তালিকা দিয়ে বিচার করা যাবে না মাঠের ওয়ার্নারের এপ্রোচ। রংপুর রাইডার্সের বিপক্ষে সব শেষ ম্যাচে যা করলেন তা বিপিএল তথা ক্রিকেট ইতিহাসেই অনন্য নজির। ১৯তম ওভারে এসে ক্রিস গেইলের অফ স্পিনে ঠিক মতো সুবিধা করে উঠতে পারছিলেন না বামহাতি এই ব্যাটসম্যান। হঠাৎ স্টান্স বদলে হয়ে গেলেন ডানহাতি। ৬, ৪, ৪ হাঁকিয়েছেন স্বভাববিরুদ্ধ ব্যাটিং করেই। এমন ব্যাটিংয়ে ৩৬ বলে ৬১ রান করে মন ভরিয়েছেন কোটি ক্রিকেট সমর্থকদের।