• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লিটন-ওয়ার্নার ঝড় রংপুরের ওপর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৯, ২০:২১

সিলেট পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামে ঘরের দল সিলেট সিক্সার্স। ম্যাচ শেষে হতাশা নিয়ে ঘরে ফিরতে হয় সমর্থকদের। মাত্র ৬৮ রানে অলআউট হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচটি হারে ৮ উইকেটে। সিলেটের দর্শকরা মিস করে ডেভিড ওয়ার্নার, লিটন দাস ও সাব্বির রহমানদের ধুন্দমার ব্যাটিং।

তবে আজ বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে আর হতাশ হয়নি সিলেটবাসী। রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করে ১৮৭ রানের বড় স্কোর পায় সিক্সার্সরা।

শুরু থেকেই বড় রানের লক্ষ্যে ছুটতে থাকে লিটন দাস ও ওয়ার্নের পরিবর্তে ওপেনে নামা সাব্বির রহমান। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারেই তোলে ৬১ রান। ব্যক্তিগত ২০ রানে সাব্বির ফিরে গেলেও অপর প্রান্তে স্ট্রোকের ফুলঝুড়ি ফোটাতে থাকেন লিটন। ৯টি চার ও ১টি ছয়ে ৪৩ বলে ৭০ রান করে রানআউটে কাটা পড়েন ডানহাতি এই ব্যাটসম্যান।

লিটনের বিদায়ের পর নিকোলাস পুরানকে নিয়ে রানের চাকা সচল রাখেন ওয়ার্নার। শফিউল ইসলামের বলে বোল্ড হয়ে পুরান ফিরে যান ২৬ রানে। এদিকে ডান-বাম দুহাতে ব্যাট করে মাত্র ৩৩ বলে বিপিএলে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন ওয়ার্নার।