• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নীরবে দেশে ফেরা মুমিনুলদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৩
নীরবে দেশে ফেরা মুমিনুলদের
ফাইল ছবি

রুবেল হোসেন, এবাদত হোসেনও আবু জায়েদ রাহী ছাড়া ১৪ সদস্যের দলের বাকি সবাই এসে পৌঁছেছে দেশে। রাওয়ালপিন্ডি টেস্টের আজ পঞ্চম দিনের খেলা থাকলেও শেষ হয়ে গেছে গতকাল চতুর্থ দিনের সকালেই।

দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। চতুর্থ দিনে ম্যাচ গড়ালেও ৪৪ রান আর ইনিংস ব্যবধানে হেরে যায় সফরকারী দল।

তাই আগে ভাগে দেশে ফেরা দলের বেশিরভাগ খেলোয়াড়ের। আজ বিকেল ৪টা ৫৫ মিনিটের ফ্লাইটে দেশে ফিরেছেন তামিম ইকবাল-মুমিনুল হকরা।

একদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলকে বরণ করতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), অন্যদিকে মুমিনুলদের শূন্য হাতে দেশে ফেরা।

বিমান বন্দরে ছিল না উপচে পড়া ভিড়। ভিআইপি টার্মিনাল দিয়ে নীরবেই পার হলেন টেস্ট দলের সদস্যরা। কথা বলেননি গণমাধ্যমের সঙ্গেও।

এর আগে তিন দফা পাকিস্তান সফরের প্রথম দফায় ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

দ্বিতীয় দফায়ও শূন্য হাতে দেশে ফেরা টাইগাররা তৃতীয় দফায় পাকিস্তান যাবে এপ্রিলের শুরুতে। এই দফায় একটি ওয়ানডে ম্যাচ ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।

৩ এপ্রিল একমাত্র ওয়ানডে ম্যাচ খেলার পর ৫ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
ফিরলেন সাকিব, না খেলেই বাদ হৃদয়
X
Fresh