• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুমিনুলের বিদায়ে শুরু চতুর্থ দিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪
মুমিনুলের বিদায়ে শুরু চতুর্থ দিন

রাওয়ালপিন্ডি টেস্ট থেকে বাংলাদেশের নতুন শুরুর কথা বলেছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। কিন্তু দেখা গেল পুরোনো চিত্র।

প্রথম দিনে নব্বই ওভারও ব্যাটিং করতে না পারা বাংলাদেশ অল-আউট হয়ে যায় ২৩৩ রানে। অভিজ্ঞদের অনভিজ্ঞতার পরিচয় মেলে শুরু থেকেই।

পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অল-আউট হলেও ইনিংস শেষ করে ৪৪৫ রান করে। শত রানের ইনিংস খেলেন শান মাসউদ আর বাবর আজম।

বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পুনরাবৃত্তি করতে শুরু করে প্রথম ইনিংসের। কি তামিম ইকবাল আর কি সাইফ হাসান। পাকিস্তানি পেসারদের সামনে দিশেহারা বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ।

তৃতীয় দিনের শেষ সেশনে হ্যাটট্রিকই করে ফেলেন নাসিম শাহ। নাজমুল হাসান শান্ত, তাইজুল ইসলাম আর মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট নেন ৪৪ ওভারের শেষ তিন বলে।

বাংলাদেশ তৃতীয় দিন শেষ করে ৬ উইকেটে ১২৬ রান করে। অপরাজিত থাকেন মুমিনুল হক (৩৭) ও লিটন দাস।

আজ চতুর্থ দিনে ব্যাট করতে নামে ৮৬ রানে পিছিয়ে থেকে। ব্যাট করতে নেমে মাত্র ৪ রান যোগ করেই দিনের প্রথম ওভারে শাহিন আফ্রিদির শিকার হন টাইগার অধিনায়ক।

অপেক্ষা ইনিংস ব্যবধানে হারের। হাতে আছে ৩ উইকেট, পিছিয়ে আছে ৬০ রানে।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
X
Fresh