• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রথম সেশনে বাংলাদেশের অর্জন চার উইকেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৩
pakistan-vs-bangladesh
ছবি- সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের বিপক্ষে ১৮৭ রানের লিড নিয়েছে পাকিস্তান। হাতে আছে তিনটি উইকেট। রোববার প্রথম সেশনে চারটি উইকেট তুলতে সক্ষম হয়েছে টাইগাররা। ১১২ ওভার শেষে ৭ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪২০ রান।

ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান ১৪৩ রান করা বাবর আজম। আবু জায়েদ রাহীর বলে মোহাম্মদ মিঠুনের হাতে ধরা পড়েন ডান-হাতি এই ব্যাটসম্যান।

দিনের দ্বিতীয় আঘান হানেন এবাদত হোসেন। আসাদ শফিককে ফিরিয়ে দেন এই পেসার। ৬৫ রান করা শফিক বিদায় নেন উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে।

১০ রান করা মোহাম্মদ রিজওয়ান ও ৫ রান করা ইয়াসির শাহের উইকেট তুলে নেন রুবেল হোসেন।

৭৫ বলে ৫৪ রান করা হারিস সোহেল রয়েছেন ক্রিজে। তার সঙ্গে অপরাজিত আছেন শাহিন শাহ আফ্রিদি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন নাগরিকদের পাকিস্তান সফরে যেতে সতর্ক করল যুক্তরাষ্ট্র
X
Fresh