• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টপ-অর্ডার হারিয়ে বিপাকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৭
টপ-অর্ডার হারিয়ে বিপাকে বাংলাদেশ

ঘরের মাঠে ক্রিকেট ফেরার আনন্দে আত্মহারা হয়ে যায়নি পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ওভারেই সেটি জানান দেন পেসার শাহিন আফ্রিদি।

টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া সাইফ হাসানকে ফিরিয়ে উল্লাসে মেতে ওঠেন আফ্রিদি-আজহার আলীরা।

রাওয়ালপিন্ডিতে সকালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক পাকিস্তান। উইকেটে ঘাসও আছে। এর সুবিধা নিয়ে প্রথম দুই ওভারেই দুই টাইগার ওপেনারকে ফিরিয়ে দেন আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস।

দলীয় তিন রানের মাথায় সাইফ হাসান ক্যাচ দেন স্লিপে শাহিন আফ্রিদির বলে। পরের ওভারে আব্বাসের বলে এলবিডব্লু হয়ে তামিম ইকবাল ফেরেন আব্বাসের বলে।

দলীয় তিন রানে দুই উইকেট হারানোর পর নাজমুল হাসান শান্তকে নিয়ে বিপদ কাটানোর চেষ্টায় থাকা অধিনায়ক মুমিনুল হকও ব্যর্থ হোন ইনিংস বড় করতে। দলীয় ৬২ রানের মাথায় ৩০ রান করে ফেরেন শাহিন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে।

পাকিস্তানের ফ্লাইট ধরার আগে জাতীয় ক্রিকেট লিগে ৩৩৪ রানের ইতিহাস গড়া ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল।

এর আগে তামিম ইকবাল লঙ্গার ভার্সন ক্রিকেট খেলেছিলেন নিউজিল্যান্ডে গত বছরের মার্চে।

গতকাল টাইগার অধিনায়ক মুমিনুল হক তামিমকে নিয়ে বলেন, ‘তামিম ভাই বিশ্বমানের খেলোয়াড়। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে উনার জন্য। সবশেষ বিসিএলে ভালো একটা ইনিংস খেলে এসেছে।’গতকাল টাইগার অধিনায়ক ম্মিনুল হক তামিমকে নিয়ে বলেন, ‘তামিম ভাই বিশ্বমানের খেলোয়াড়। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে উনার জন্য। সবশেষ বিসিএলে ভালো একটা ইনিংস খেলে এসেছে।’

বাংলাদেশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেট-রক্ষক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ ও এবাদত হোসেন।

পাকিস্তান: শান মাসউদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও শাহীন আফ্রিদি।

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
X
Fresh