• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৫
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৬ বছর পর সাদা পোষাকে খেলতে নামছে বাংলাদেশ। দেশটির কন্ডিশন, উইকেট সম্পর্কে কোনো ধারণা নেই বললেই চলে এই দলটির। যদিও ক’দিন আগে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলেছে টাইগাররা। এবার মিশন রাওয়ালপিন্ডি, ফরম্যাট টেস্ট।

বাংলাদেশের তিন দফা পাকিস্তান সফরের এটি দ্বিতীয় দফা। রাওয়ালপিন্ডিতে এই ম্যাচ খেলে আবারও দেশে ফিরবেন মুমিনুলরা।

সকালে টস জিতে বোলিংয়ের করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক আজহার আলী। বাংলাদেশ দল নামছে তিন পেসার ও এক স্পিনার নিয়ে। দীর্ঘদিন পর টেস্ট দলে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন।

বাংলাদেশ

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেট-রক্ষক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ ও এবাদত হোসেন।

পাকিস্তান

শান মাসউদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও শাহীন আফ্রিদি।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
X
Fresh