• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানের রাষ্ট্রপতির আতিথেয়তা পেলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভির আতিথেয়তা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ইসলামাবাদের রেড জোনের রাষ্ট্রপতির বাসভবন আইওয়ান ই সাদারে উপস্থিত হয় মুমিনুল হক নেতৃত্বাধীন দলটি।

রাষ্ট্রপতির আনুষ্ঠানিক এই আমন্ত্রণে বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জাতীয় সংসদ, সিনেট ও কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরাও।

২০০৯ সালে পাকিস্তান-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলাকালে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। ১০ বছর পর প্রথমবারের মতো গেল ডিসেম্বরে দেশটিতে টেস্ট খেলেছে লঙ্কানরা। দীর্ঘ বিরতির মাঝে আর কেউেই টেস্ট খেলার জন্য সফর করেনি পাকিস্তানে। দ্বিতীয় দল হিসেবে বর্তমানে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে দুই দল। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১ টায়।

বিস্তারিত আসছে...

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
X
Fresh