• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাওয়ালপিন্ডি টেস্টে ধারাভাষ্য দেবেন যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০০
bangladesh vs pakistan,
রমিজ রাজা ও আতাহার আলী খান

শুক্রবার পিন্ডি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ সম্প্রচারের জন্য ব্যবহার করা হবে অত্যাধুনিক সব প্রযুক্তি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) স্বত্ব পাওয়া টেন স্পোর্টস ম্যাচটি সম্প্রচার করবে। ব্যবহৃত হবে ২৩টি হাই ডেফিনেশন ক্যামেরা। থাকবে সুপার স্লো ক্যামেরা স্পিন ভিশন ক্যামেরা। এছাড়া আল্ট্রা-স্পিড ক্যামেরাও ব্যবহার করা হবে।

ডিসিশন রিভিইউ সিস্টেম, হকআই বল-ট্র্যাকিং, আল্ট্রা-মোশন ও স্ট্যাম্প ক্যামেরাও থাকছে এই ম্যাচে।

পিসিবি জানিয়েছে, ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশ থেকে থাকছেন আতাহার আলী খান ও শামিম চৌধুরী। পাকিস্তানের রমিজ রাজা ও বাজিদ খানের সঙ্গে দেখা যাবে নিউজিল্যান্ডের ড্যানি মরিসনকে।