• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঘরের মাঠে টেস্ট খেলাটা গৌরবের: বিলাল আসিফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১১
Bilal Asif
বিলাল আসিফ || ছবি- সংগৃহীত

২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় বিলাল আসিফের। একই বছর সব শেষ ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। পাকিস্তানের হয়ে পাঁচটি টেস্টে অংশ নিয়ে উইকেট তুলেছেন ১৬টি। দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরেছেন এই অফ স্পিনার। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষণা করা দলে রয়েছে তার নাম। ৩৪ বছর বয়সী এই স্পিনারের সুযোগ পাওয়ার প্রধান কারণ হচ্ছে ঘরোয়া ক্রিকেটে তার দুর্দান্ত ফর্ম।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে অনুশীলনে করছে পাকিস্তান দল। এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিলাল।

দীর্ঘদিন পর সুযোগ মিলেছে জাতীয় দলে। মাঠে নামতে পারলে নিজের সেরাটাই উপহার দিতে চান জানালেন নিজেই।

‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই দলে সুযোগ পেয়েছি। একাদশে জায়গা হলে অবশ্যই ভালো কিছু দেয়ার চেষ্টা করব।’

ক্যারিয়ারে প্রথমবারের মতো ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন বিলাল। রাওয়ালপিন্ডি টেস্টের আগে জানালেন, ঘরের মাঠে খেলতে পারাটা বিশেষ কিছু।

‘সবার আগে পিসিবিকে ধন্যবাদ জানাই। পাকিস্তানে আন্তর্জাতিক ফেরাতে তারা সক্ষম হয়েছেন। সব ক্রিকেটারের জন্যই ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলতে পারটা গৌরবের বিষয়। দেশের জন্য ভালো খেলাটাই মূল লক্ষ্য।

দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে থাকা বিলাল ঘরোয়া দল সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে শেষ পাঁচ ম্যাচে ২৬ উইকেট তুলেছেন।

‘জাতীয় দলের বাইরে থাকলে কিছুটা প্রভাব পড়েই। যদিও প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছি। ন্যাশনাল অ্যাকাডেমিতে থাকা কোচ দের সঙ্গে কাজ করেছি। আমার মধ্যে বেশ কিছু ত্রুটি ছিল। সেগুলো শোধরানোর চেষ্টা করেছি।’

আগামী ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাওয়ালপিন্ডি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন নাগরিকদের পাকিস্তান সফরে যেতে সতর্ক করল যুক্তরাষ্ট্র
X
Fresh