• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এবার কাতার হয়ে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৬
bangladesh vs pakistan
টি-টোয়েন্টি সিরজ খেলতে জানুয়ারির শেষ সপ্তাহে প্রথম ধাপে পাকিস্তান সফর করে বাংলাদেশ

প্রথম দফায় চুক্তিভিত্তিক ফ্লাইটে পাকিস্তান সফর করলেও দ্বিতীয় সফরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতির পর ইসলামাবাদে পৌঁছবে টাইগারদের বহনকারী ফ্লাইটটি।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে মুমিনুল হক নেতৃত্বাধীন দলটি। দোহার হামাদ আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে ফ্লাইটি।

বিসিবির গণমাধ্যম বিভাগ জানিয়েছে, পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকে সড়ক পথে বাংলাদেশ দলকে নিয়ে যাওয়া হবে রাওয়ালপিন্ডি। ৪৫ মিনিটের মতো সময় লাগবে সেখানে পৌঁছতে।

আগামী ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সফরের একমাত্র টেস্ট। এর আগে প্রথম ধাপে লাহোরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ-পাকিস্তান।

সেবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে সফরকারীদের জন্য ‘প্রেসিডেনশিয়াল নিরাপত্তা’ দেয়া হয়েছিল। দেশটিতে সরাসরি কোনও ফ্লাইট না থাকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ভাড়া করা হয়েছিল।

তৃতীয় ধাপে আগামী এপ্রিলে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে আবারও পাকিস্তানে সফর করতে হবে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
X
Fresh