• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টেস্ট দল নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৭
bangladesh vs pakistan
রাসেল ডমিঙ্গোর সঙ্গে তামিম ইকবাল || ছবি- সংগৃহীত

রাওয়াল পিন্ডি টেস্টের আগে ঘোষণা করা দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সোমবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) চলাকালেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।

দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে এক মাত্র টেস্টে অংশ নিবে বাংলাদেশ দল। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি শুক্রবার থেকে। মঙ্গলবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মুমিনুল হক সৌরভ নেতৃত্বাধীন দলটির।

স্কোয়াডে থাকা সাইফ হাসানের অভিষেকের ইঙ্গিত দিয়েছেন ডমিঙ্গো। পাশাপাশি একাদশে নাজমুল হোসেন শান্তকে রাখার বিষয়টিও স্পষ্ট করলেন এই প্রোটিয়া কোচ।

‘আমি দল নিয়ে আমি বেশ সন্তুষ্ট। বেশ কয়েজন ভালো মানের ব্যাটার্স রয়েছে আমাদের। সঙ্গে রয়েছেন দুইজন স্পিনার। যদিও বর্তমানে মিরাজ ফিট নন। নিজেদের প্রমাণ করার জন্য শান্ত, সাইফ ও মিঠুনদের জন্যও এটি একটি বড় মঞ্চ।’