logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪ ফাল্গুন ১৪২৬

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১০ | আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪১
bangladesh vs pakistan
ছবি- সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। আগামী ৭ ফেব্রুয়ারি রাওয়াল পিন্ডিতে শুরু হতে যাওয়া এই ম্যাচের জন্য ডাক পেয়েছেন স্পিনার বিলাল আসিফ ও পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। 

১৬ সদস্যের এই দলের নেতৃত্বে থাকবেন আজহার আলী। ঘরের মাঠে সব শেষ শ্রীলঙ্কার বিপক্ষে থাকা দল থেকে বাদ পড়েছেন উসমান খান সিনওয়ারি ও কাশিফ ভাট্টি।

বাদ পড়াদের প্রসঙ্গে দলের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ উল হক বলেন,  যাদের বাদ দিয়েছে ব্যক্তিগতভাবে দুজনকেই খুব ভালো করে চিনি। দলে না থাকাটা দুঃখজনক। যদিও আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছেন তারা। 

সম্প্রতি কায়েদে আজম ট্রফিতে ৪৩ উইকেট তুলেছেন বিলাল আসিফ। অন্যদিকে টুর্নামেন্টে ফাইনালে ৬ উইকেট শিকার করেছেন ফাহিম। শেষ তিন ইনিংসে ৫৯ গড়ে ১১৮ রান করেন এই পেস অলরাউন্ডার

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান স্কোয়াড

আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, বাবর আজম, আসাদ শফিক, বিলাল আসিফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমাম-উল হক, ফাহিম আশরাফ, ইমরান খান (সি.), মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং ইয়াসির শাহ।

ওয়াই

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর সর্বশেষ
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়