• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লাহোরে টস জিতেছে বৃষ্টি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জানুয়ারি ২০২০, ১৫:৫৫
যদিও লাহোলের আকাশ এখনও মেঘাচ্ছন্নই রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকু ওয়েদার।
ছবি- টুইটার

বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের টস এখনও হয়নি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় ম্যাচ শুরু হবার কথা থাকলেও বৃষ্টি থাকায় ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে।

ক্রিকবাজের লাইভ কমেন্ট্রি জানাচ্ছে, স্থানীয় সময় সাড়ে চারটা অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে পাঁচটার মধ্যে খেলা শুরু হলে দুই দল পাঁচ ওভার করে ব্যাট করতে পারবে।

যদিও লাহোরের আকাশ এখনও মেঘাচ্ছন্নই রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকু ওয়েদার।

সিরিজের প্রথম টি- টোয়োন্টিতে ৫ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে নয় উইকেটে হারে টাইগাররা।

পেছনের দু’ম্যাচের ভুল শোধরে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেতে শেষ ম্যাচে জয় চায় টাইগারবাহিনী।

অপর দিকে তিন ম্যাচ সিরিজের ২-০ ব্যবধানে এগিয়ে থেকে আগেই সিরিজ জয় হয়েছে স্বাগতিকদের। তৃতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাবর আজমরা ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন নাগরিকদের পাকিস্তান সফরে যেতে সতর্ক করল যুক্তরাষ্ট্র
X
Fresh