• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

গত ম্যাচের রানও করতে পারেনি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জানুয়ারি ২০২০, ১৬:৫৭
গত ম্যাচের রানও করতে পারেনি বাংলাদেশ

সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। লাহোরে আজকের ম্যাচটা তাই বাঁচা –মরার ম্যাচ টাইগারদের। গতকাল সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পায় স্বাগতিক পাকিস্তান।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হতশ্রী ব্যাটিং দেখাল টাইগার ব্যাটসম্যানরা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বিদায় নেন নাঈম শেখ। ওপেনিং জুটি ভাঙে মাত্র ১ রানে।

এরপর যথারীতি ধুঁকতে থাকে বাংলাদেশের ব্যাটাররা। মোহাম্মদ মিঠুনকে বাদ দিয়ে দলে নেয়া মেহেদী হাসান দুই নম্বরে ব্যাট করতে নেমে করেন ১২ বলে ৯ রান।

লিটন দাস শিকার হোন বাজে আম্প্যায়ারিংয়ের। শাদাব খানের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন ১৪ বলে ৮ রান করে।

তামিম খেলেছেন ধীরে। হাল ধরার চেষ্টা করেছেন ধীরগতির ব্যাটিং করে। আফিফ হোসেন ২০ বলে ২১ রান করে ফেরেন মোহাম্মদ হাসনাইনের বলে ক্যাচ দিয়ে।

মাহমুদউল্লাহ তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১২ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন হারিস রৌফের বলে বোল্ড হয়ে।

তবে তামিমের ব্যাটে অর্ধশতকের ইনিংস দেখা গেছে দীর্ঘ দেড় বছর পর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম ইকবাল সর্বশেষ অর্ধশতকের দেখা পেয়েছিলেন ২০১৮ সালের আগস্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে খেলেছিলেন ৪৪ বলে ৭৪ রানের ইনিংস।

আজ ম্যাচের ১৫তম ওভারের প্রথম শাদাব খানের বল বাউন্ডারি হাঁকিয়ে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৭ম অর্ধশতক।

তামিমের ব্যাটে রান এলেও হতাশ করেছেন বাকিরা। সৌম্য সরকার করেন ৫ বলে ৫ আর আমিনুল ইসলাম করেন ৪ বলে ৮ রা। তাতে প্রথম ম্যাচে করা ১৪১ রানও টপকাতে পারেনি বাংলাদেশ। ৬ উইকেটে ১৩৬ রান করেছে বাংলাদেশ, যা লাহোরের উইকেটে যা সর্বনিম্ন রান।

পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন মোহাম্মদ হাসনাইন। একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, হারিস রৌফ ও শাদাব খান।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
X
Fresh