• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দীর্ঘমেয়াদে দায়িত্ব পেতে আগ্রহী মাহমুদুল্লাহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০২০, ১৯:২২
mahmudullah riyad
মাহমুদুল্লাহ রিয়াদ

চলতি বছরের অক্টোবর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবগুলা দল যেখানে নিজেদের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ব্যস্ত, সেখানে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত কোনও অধিনায়কই নেই।

সাকিব আল হাসান ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হবার পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার নেতৃত্বেই প্রথমবারের মতো ছোট ফরম্যাটে ভারতকে হারায় বাংলাদেশ। যদিও পরের দুই ম্যাচে হেরে সিরিজ হারে টাইগাররা।

চলতি মাসে অভিজ্ঞ এই অলরাউন্ডারের নেতৃত্বেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। এখানেই রয়েছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। যদিও দলের স্থায়ী নেতৃত্বে নেই তিনি।

বিশ্বকাপের বাকি আছে মাত্র ৯ মাস। এর ভেতরেই প্রস্তুত হতে হবে দলকে, সঙ্গে অধিনায়ককেও। এই বিশ্বকাপে সাকিব খেলার ব্যপারে আশাবাদী হলেও দলে এসেই যে নেতৃত্ব ভার কাঁধে তুলবেন তারও নিশ্চয়তা নেই।