• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাহমুদুল্লাহ বন্দনায় পাকিস্তানের ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জানুয়ারি ২০২০, ১৪:২১
bangladesh pakistan
মাহমুদুল্লাহ রিয়াদ

আগামী ২২ জানুয়ারি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজের জন্য প্রথমবারের মতো পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন আহসান আলী।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৩ ম্যাচ খেলা এই ওপেনারের গড় ২৭.৮৫। ১ হাজার ১১৪ রানের পাশাপাশি রয়েছে তিনটি শতক। ৩৮টি লিস্ট ‘এ’ ম্যাচে অংশ নিয়ে ১ হাজার ৪৫ রান করেছেন। একটি শতক ও চারটি অর্ধ শতকে গড় ২৮.২৪। অন্যদিকে ৪১টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ২৩.৭২ গড়ে মোট রান ৯৪৯। ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের রয়েছে পাঁচটি অর্ধশতকও।

সবশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়র্সের হয়ে ব্যাট হাতে নজর কেড়েছেন আহসান আলী। ৮ ম্যাচে ২২.২৫ গড়ে ১৭৮ রান সংগ্রহ করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান স্কোয়াডে সুযোগ পেয় মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের। জানিয়েছেন জাতীয় দলে সুযোগ পাওয়া তার জন্য স্বপ্নের মতো।

‘নাম ঘোষণার আগের রাত থেকে ঘুম হচ্ছিল না। সুযোগের পাওয়ার পরের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।’

করাচির এই ব্যাটসম্যান জানাচ্ছেন, ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা তার সবচেয়ে প্রিয়। যদিও সময়ের সবচেয়ে সেরা ব্যাটসম্যান পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক বাবর আজম।

‘পাকিস্তানের অধিনায়কের সঙ্গে খেলতে পারাটা হবে সৌভাগ্যের। তার পাশে থাকলে নিজের জন্য অনেক কিছু শিখতে পারবো।’

আহসান আলী

জানুয়ারির ২৪, ২৫ ও ২৭ তারিখ ছোট ফরম্যাটের তিনটি ম্যাচ বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ কতটা কঠিন? এমন প্রশ্নের জবাবে সফরকারী অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে সমীহ করলেন এই তরুণ ব্যাটসম্যান।

‘বাংলাদেশ অবশ্যই কঠিন প্রতিপক্ষ। দলে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের মতো ব্যাটসম্যান। বিশ্ব ক্রিকেটের অন্যতম মেধাবী ব্যাটসম্যান তিনি। দিনের পর দিন বিশ্বমানের দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে দলটি। তাই আমি মনে করি তাদের বিপক্ষে খেলাটা কঠিন হবে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন নাগরিকদের পাকিস্তান সফরে যেতে সতর্ক করল যুক্তরাষ্ট্র
X
Fresh