• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের বিপক্ষে টি- টোয়েন্টি দল ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০২০, ১৫:০২
পাকিস্তানের বিপক্ষে টি- টোয়েন্টি দল ঘোষণা
ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়ন্টি সিরিজের জন্য জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে নজর কেড়েছেন এই পেসার।

শনিবার ঘোষণা করা এই দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে।

বিপিএলের এইবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে দলে জায়গা করে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়ন্টি ম্যাচ খেলা মেহেদি হাসান জায়গা করে নিয়েছেন দলে। ঢাকার হয়ে এবারের বিপিএলে ব্যাট-বলে নৈপুণ্য দেখিয়েছেন এই স্পিনিং অলরাউন্ডার।

আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ-পাকিস্তান। প্রতিটি ম্যাচ বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন ও হাসান মাহমুদ।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
X
Fresh