• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

২০২৩ বিশ্বকাপে সেমিতে খেলবে বাংলাদেশ, বিশ্বাস মাশরাফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মার্চ ২০২০, ১৩:০৮
masrafi
ছবি- বিসিবি

অধিনায়ক হিসেবে ৫০তম জয়ের দিন বিদায় নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ক্যারিয়ারের শেষ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে সংবাদ সম্মেলনে এসেছিলেন ম্যাশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে তৃপ্তি নিয়েই বিদায় জানিয়েছেন।

মাশরাফি বলেন, ‘অনুভূতি মিশ্র। আমার ভাল-খারাপ উভয়ই লাগছে। অধিনায়ক হিসেবে খুব ভাল ভাবে শেষ করতে পেরেছি। সেটাও অন্যরকম ভাল লাগার।’

পাশাপাশি দল হিসেবে ওয়ানডেতে বাংলাদেশকে ভালো অবস্থানে রাখেই ইতি টানলেন তিনি।

‘সত্যি বলতে এটা ভালো লাগছে যে অধিনায়ক হিসেবে দলকে একটা ভালো জায়গায় রেখে শেষ করতে পারছি, আর জিতেও শেষ হয়েছে।'

সাংবাদিকদের সঙ্গে দলের ভবিষ্যৎ নিয়েও আলাপ করেছেন তিনি। তিন বছর পর ভারতে বসবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতার ১৩তম আসরে টাইগারদের শেষ চারে দেখতে চান মাশরাফি।

‘আমি খুব আশাবাদী। আমার মনে হয় ২০২৩ সালের বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলবো। খেলা হবে উপমহাদেশে। আর আমাদের নবীন ও তরুণ প্রজন্ম তখন একদম পরিণত হয়ে উঠবে। এখন যারা বয়সে তরুণ ও পুরোপুরি পরিণত হয়ে ওঠেনি, তারা সবাই ওই বিশ্বকাপের আগেই টগবগ করে ফুটতে শুরু করবে। তাই আমরা বিশ্বাস, আগামী বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলব।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান মাশরাফীর
X
Fresh