• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৃষ্টি থেমেছে, ম্যাচ শুরু পৌনে সাতটায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ মার্চ ২০২০, ১৮:২৭
Liton Das and Tamim Iqbal
ছবি- আরটিভি অনলাইন

তামিম ইকবাল ও লিটন দাসকে থামাতে পারছিলেন না জিম্বাবুয়ের কোনও বোলার। অধিনায়ক শন উইলিয়ামসসহ মোট ছয় জন বোলারের কেউই সফলতা আনতে সক্ষম হননি। ৩৩.২ ওভার পর্যন্ত বিনা উইকেটে রান আসে ১৮২। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটি। সব ঠিকই ছিল। বড় সংগ্রহের দিকে যাচ্ছিল টাইগাররা। তবে বৃষ্টির কারণে বন্ধ করতে হয় খেলা।

সিলেটে বিকেল চারটার পর শুরু হয় বৃষ্টি কখনও গুড়ি গুড়ি কখনও হয়েছে মুষলধারে। মেঘের কারণে অন্ধকার হয়ে যায় আকাশ। যদিও সুখবর হচ্ছে শেষ খবর পর্যন্ত কমেছে বৃষ্টি। দায়িত্বরতরা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে খেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ আরও ১০ ওভার ব্যাট করবে। অর্থাৎ দুই পক্ষই মোট ৪৩ ওভার করে খেলার সুযোগ পাবে।

অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচে ১১৬ বলে ১০২ রান করে অপরাজিত আছেন লিটন দাস। অন্যদিকে ৮৪ বলে ৭৯ ক্রিজে রয়েছেন তামিম ইকবাল।

ওয়াই